৩০০ ফিটে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন তারেক রহমান: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর নেমে এভারকেয়ারে যাওয়ার পথে রাজধানীর ৩০০ ফিট এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের আয়োজনে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত এক স্বাগত মিছিলে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক দিন হবে।’

দিনটি ঘিরে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে মিছিলটি পিজি হাসপাতালের বটতলার ক্যান্টিন থেকে শুরু হয়ে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এসে শেষ হয়।

এসএস