সিইসি বলেন, ‘আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাড়িয়ে আছি। আপনারা দেশের অবস্থা জানেন। দেশকে ভালো পর্যায়ে রেখে যাওয়া আমাদের দায়িত্ব।’
সিইসি জানান, জাতির ক্রান্তিলগ্নে ইসির ওপর যে দায়িত্ব এসেছে সেটি ভালোভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যায় উল্লেখ করে সিইসি বলেন, ‘প্রশাসনে আইনের বিধানের মাধ্যমে সাহসী পদক্ষেপ নিলেই তবে নির্বাচন সুষ্ঠু হবে।’
নাসির উদ্দিন আরও বলেন, ‘সারা দেশের মাঠ প্রশাসন এখানে। আপনারা বুক ফুলিয়ে সাহস দিলে আমি সাহস পাবো। আইন অনুযায়ী কাজ করলে ইসি আপনাদের সঙ্গে আছে।’
এ ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে এ ব্রিফিংয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ব্রিফিংয়ের বিকেলের ভাগে উপস্থিত থাকবেন সরকারের চার উপদেষ্টা।





