নির্বাচনে ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের নতুন ওয়েবসাইট চালু

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশে জাতীয় নির্বাচনে তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সব নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে চালু করা হয়েছে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম।

আজ (সোমবার, ২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং নাগরিক অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করে তুলতেই এ (ওয়েবসাইট)টি চালু করা হয়েছে। জাতিসংঘ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের বিশ্বাস, একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গড়ে তুলতে সচেতন ও দায়িত্বশীল নাগরিক অংশগ্রহণ অপরিহার্য।

এ লক্ষ্যকে সামনে রেখে ওয়েবসাইটটি নাগরিকদের মধ্যে ইতিবাচক সংলাপ, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন:

ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য বিশেষত তরুণ প্রজন্মসহ সব বাংলাদেশি নাগরিককে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন ও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা। এ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকরা তাদের প্রত্যাশিত ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে মতামত জানাতে পারবেন। পাশাপাশি গণতন্ত্র, সুশাসন ও দায়িত্বশীল নাগরিকত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবেন।

ওয়েবসাইটটিতে নাগরিক দায়িত্ব, ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ ও দায়িত্বশীল অংশগ্রহণের বার্তা সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। এটি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে।

এসএস