টেকনাফে কোস্ট গার্ডের হাতে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক পাচারকারী

জব্দকৃত মাদকসহ আটককৃত ব্যক্তি
জব্দকৃত মাদকসহ আটককৃত ব্যক্তি | ছবি: কোস্ট গার্ড
1

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (রোববার, ২১ ডিসেম্বর) দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করা হয়।’

আরও পড়ুন:

এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

এফএস