গণতন্ত্র এখন অপারেশন থিয়েটারে আছে: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, গণতন্ত্র এখন অপারেশন থিয়েটারে আছে। আজ ( সোমবার, ২২ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘গণতন্ত্র এখন অপারেশন থিয়েটারে আছে, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দেশ বিকলাঙ্গের পথে যাবে তাই দেশের স্বার্থে, গণতন্ত্রের জন্য নির্বাচন এখন অতি জরুরি।’

আরও পড়ুন:

এ সময় বাংলাদেশের রাজনীতি এখন সংঘাত, হানাহানি ও ক্ষমতার লড়াইয়ে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আজকে সংস্কারের প্রস্তাব করেই রাতারাতি সেটি ঠিক হয়ে যাবে না। জনগণের আস্থা অর্জন করতে সৎ এবং নীতির প্রশ্নে আপোষহীন হতে হয়। আওয়ামী লীগ মুখে ভালো কথা বললেও কাজে সৎ না থাকায় ব্যর্থ হয়েছে।’

ইএ