ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি-কংগ্রেস

নরেন্দ্র মোদি; মল্লিকার্জুন খাড়গে
নরেন্দ্র মোদি; মল্লিকার্জুন খাড়গে | ছবি: সংগৃহীত
0

ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি ও কংগ্রেস। আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ঠাঁই দিয়েছে কংগ্রেস— গতকাল (রোববার, ২১ ডিসেম্বর) রাজ্যটিতে আয়োজিত এক জনসভায় এমন অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, নিজেদের ব্যর্থতা লুকাতে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বিজেপি।

দরজায় কড়া নাড়ছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ২০২৬ এর শুরুতেই রাজ্য দুটিতে শুরু হবে ভোটের তোড়জোড়। এরই মধ্যে আসাম ও পশ্চিমবঙ্গের মানুষের মনজয়ে একের পর এক জনসভায় যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদি, তুলে ধরছেন বিজেপি সরকারের উন্নয়নের ফিরিস্তি।

পশ্চিমবঙ্গের পর এবার আসাম সফরে গিয়েও অবৈধ অভিবাসন ইস্যুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার আসামের নামরুপে একটি সার কারখানা উদ্বোধনের পর আয়োজিত জনসভায় বিরোধী কংগ্রেস শিবিরের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগ তোলেন মোদি। তিনি জানান, ভোট ব্যাংক বাড়াতে আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতার পক্ষে অবস্থান নিয়েছেন রাহুল গান্ধী ও তার দল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আসামের মানুষের ভাগ্য উন্নয়নে কংগ্রেস বিশ্বাসী নয়। তারা শুধু ভোট ব্যাংক বাড়াতে চায়। আসামের মাটিতে কংগ্রেসই অবৈধ বাংলাদেশিদের ঠাঁই দিয়েছে এবং এরাই এদের টিকিয়ে রাখতে চায়। এ কারণেই ভোটার তালিকা সংশোধনীর বিরোধিতাও করছে কংগ্রেস।’

আরও পড়ুন:

মোদি আরও বলেন, ‘১১ বছরের শাসনামলে ভারতবর্ষকে ডুবিয়েছে কংগ্রেস। একারণে একাধিক সংশোধনী এনেও এগুলোর সমাধান করতে পারছে না বিজেপি। এছাড়া, জনসভায় আসামের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন মোদি।’

এদিকে মোদির অভিযোগের প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান নিজেদের ব্যর্থতা লুকাতে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে বিজেপি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আসামের ক্ষমতায় রয়েছে শাসক দল বিজেপি। যদি তারা নিজেরা সুরক্ষা দিতে ব্যর্থ হয়, এর দায় অবশ্যই তাদের নিজেদের। কিন্তু তারা সবকিছুই বিরোধীদের ওপর চাপাতে অভ্যস্ত। আমি এর নিন্দা জানাই।’

২০২১ থেকে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। নানা সময়ে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

এসএইচ