‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ

১৩তম সংসদ নির্বাচন ২০২৬: অযোগ্য প্রার্থী ও ভোটারদের তালিকা এক নজরে
১৩তম সংসদ নির্বাচন ২০২৬: অযোগ্য প্রার্থী ও ভোটারদের তালিকা এক নজরে | ছবি : সংগৃহীত
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু হবে আজ (সোমবার, ২২ ডিসেম্বর)।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন করবেন। রোববার সংশোধিত এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন:

এতে আরও বলা হয়, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এএইচ