আজ (রোববার, ২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের দিপু চন্দ্র দাস আর লক্ষ্মীপুরের শিশু আয়শা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
রাকিবুল ইসলাম বলেন, ‘একটি ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে মবের কালচার তৈরি করছে। ছাত্রদল প্রতিহত করা শুরু করলে এরা কেউ-ই কোনো ক্যাম্পাসেই টিকতে পারবে না।’
আরও পড়ুন:
ছাত্রদল সভাপতি বলেন, ‘স্বীকার করতে সমস্যা নেই তেঁজগাও কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক সাধারণ ছাত্র মারা গেছে, আমরা কোনো হত্যাকারীকে আশ্রয় দেবো না, আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করতে।’
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবাদ মিছিল বের করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি টিএসসি থেকে শুরু করে ভিসি চত্বর হয়ে প্রশাসনিক কার্যালয় ঘুরে মধুর ক্যান্টিন হয়ে আবার টিএসসিতে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।





