শ্যামনগরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১, আটক ৯

সংঘর্ষ (প্রতীকি)
সংঘর্ষ (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাড়িতে যাতায়াতের পথ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম গোলাম হোসেন (৬০)। তিনি জাবাখালি গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে। স্থানীয়রা জানান, সকালে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।

আরও পড়ুন:

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে নারীসহ নয়জনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ‘মরদেহ সুরতহালের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এফএস