এদিকে সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বসানো হয়েছে চেকপোস্ট।
আরও পড়ুন:
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর দুই নম্বর গেট থেকে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবন ও কার্যালয়ের সামনে এসে জড়ো হয় ছাত্র জনতা। এসময় আন্দোলনকারীরা ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশের সাথে শুরু হয় সংঘর্ষ।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশসহ আহত হয় ১০ জন। আটক হয় ১০ জনকে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।





