গতকাল (শনিবার, ১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
‘জুলাই রেভেলস’ সংগঠনের সদস্যদের অভিযোগ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় সংগঠনটির প্রধান সংগঠক কাজলকে খুঁজে না পেয়ে ইউসুফ আলী রেদোয়ানের ওপর হামলা চালান উত্তরা পূর্ব থানার শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।
ইউএসবি স্পেশালিস্ট হাসপাতালের চিকিৎসকেরা জানান, রেদোয়ানের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতটি গুরুতর হওয়ায় তাকে নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আলতাফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।





