সুদানে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

আইএপিআর ও বাংলাদেশ সেনাবাহিনী
আইএপিআর ও বাংলাদেশ সেনাবাহিনী | ছবি: এখন টিভি
1

সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৮ জন। যুদ্ধ এখনো চলমান রয়েছে।

আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) রাত ১০টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সুদানের আবেই একটি বিতর্কিত অঞ্চল, যা উত্তর ও দক্ষিণ সুদানের মাঝে অবস্থিত এবং উভয় দেশই এর মালিকানা দাবি করে। ফলে এখানে প্রায়শই সংঘাত ও উত্তেজনা বিরাজ করে। যেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘ মিশনে কাজ করছে।

এএইচ