নিজের ক্যান্সার চিকিৎসার সুখবর দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস | ছবি: সংগৃহীত
0

নিজের ক্যান্সার চিকিৎসা কমিয়ে আনার সুখবর দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। গতকাল (শুক্রবার, ১২ ডিসেম্বর) ব্রিটিশ রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেল ফোরে বিশেষ এ বার্তা সম্প্রচার করা হয়।

চ্যানেলটির ‘স্ট্যান্ড আপ টু ক্যান্সার’ প্রচারণার অংশ হিসেবে রাজা চার্লসের এ ভিডিও ধারণ করা হয়েছিল। রাজা জানান, একেবারে শুরুর দিকে রোগটি ধরা পড়ার পর কার্যকর চিকিৎসা পাওয়ার কারণে আসছে বছর তার ক্যান্সারের চিকিৎসা কমিয়ে আনা সম্ভব হবে।

আরও পড়ুন:

এ মাইলফলক নিজের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন রাজা তৃতীয় চার্লস। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজা চার্লসের ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তার চিকিৎসা প্রক্রিয়ায় এটাই সবচেয়ে বড় অগ্রগতির ঘোষণা। তবে ৭৭ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না।

এসএইচ