বিশ্বকাপ টিকিটের নতুন দামে ফুটবল ভক্তদের ক্ষোভ

ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২৬ এর লোগো
ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২৬ এর লোগো | ছবি: রয়টার্স
0

বিশ্বকাপ ফুটবলের মাস ছয়েক আগে টিকিটের হালনাগাদকৃত মূল্য প্রকাশ করেছে ফিফা। যা নিয়ে অসন্তোষ জানিয়েছেন ফুটবল ভক্তরা।

বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে বিশ্বকাপের মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেয় ফিফা। গ্রুপপর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলারের ভেতর। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের মূল্য রাখা হয়েছে ৪ হাজার ১৮৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ টাকার বেশি।

আরও পড়ুন:

এমন মূল্য তালিকা দেখে বিস্মিত ইউরোপিয়ান ফুটবল সমর্থকরা। তারা এটিকে বিশ্বাসঘাতকতা দাবি করে সমর্থকদের মুখে চড় মারার সঙ্গে তুলনা করেছে। অতিরিক্ত দামের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ফিফা।

এফএস