‘জুলাই যোদ্ধাদের হত্যাচেষ্টা বন্ধ না হলে তৃতীয় অভ্যুত্থানের ডাক দেয়া হবে’

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল | ছবি: এখন টিভি
0

জুলাই যোদ্ধাদের ওপর হামলা ও হত্যাচেষ্টা বন্ধ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তৃতীয় অভ্যুত্থানের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে যে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ‘ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে প্রশিক্ষিত সন্ত্রাসীরা টার্গেট করে গুলি চালিয়েছে, যা দীর্ঘদিনের ষড়যন্ত্রের অংশ।’

হাদির ওপর হামলার আশঙ্কার কথা প্রশাসনকে জানানো হলেও তারা নীরব ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বড় বড় কথা বললেও নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই।’

আরও পড়ুন:

এসময় জাতীয় নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বানও জানান তিনি। পাশাপাশি তিনি নির্বাচনকে সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের তাগিদ দেন।

প্রয়োজনে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের মুখোশ উন্মোচন করতে হবে।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

এসএইচ