স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন ও শাহিনুর রহমান যৌথভাবে ডিস লাইন ও ইন্টারনেট সেবা ব্যবসা পরিচালনা করেন। ঘটনার রাতে শাকরা গ্রামের সাহেব মেম্বারের বাড়ির সামনে কয়েকজন চোর ডিস লাইনের তার কাটতে থাকে। এসময় দুই ব্যবসায়ী একজন চোরকে আটক করলে চক্রের আরও পাঁচ থেকে ছয়জন এসে তাদের ওপর হামলা চালায়।
আহতদের দাবি, হামলার এক পর্যায়ে চোরচক্র তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা দুজনই আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত ব্যবসায়ী শাহিনুর রহমান বলেন, ‘একজন চোরকে ধরার পর আরও কয়েকজন এসে আমাদের মারধর করে। এরপর গুলির শব্দ শুনতে পাই। আমরা দুজনই আহত হই। পরে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
আরও পড়ুন:
অন্যদিকে চিকিৎসারত অবস্থায় প্রাথমিক সেবা দেয়া হলেও তারা গুলিবিদ্ধ কি না, এ বিষয়ে নিশ্চিত নন কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন মল্লিক।
তিনি বলেন, ‘যেভাবে আহত হয়েছেন তা নিশ্চিত হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত প্রয়োজন।’
এ ঘটনায় ভিন্ন তথ্য দিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা, দেশিয় বিস্ফোরক বা ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন। গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’





