মওলানা ভাসানী সারাজীবন মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন: সালাউদ্দিন টুকু

কথা বলছেন সুলতান সালাউদ্দিন টুকু
কথা বলছেন সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সারাজীবন মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। মওলানা ভাসানী কখনও অন্যায়ের কাছে আপোষ করেননি। তিনি ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে ওয়া আলাইকুম আসসালাম বলে স্বাধীনতার বীজ বপন করেছিলেন। পরে ১৯৭১ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে।

আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) দুপুরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন। তারা দেশের মানুষ ও সম্পদকে শোষণ করেছেন। সবশেষ ২০২৪ এর জুলাইয়ে তারেক রহমানের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্রের সুবাতাশ পেতে শুরু করেছে। এরমধ্যে অভ্যন্তরীণ সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার করেছে। বিগত দিনে ১৪, ১৮ ও ২৪ এ মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেয়ার জন্য ওৎ পেতে রয়েছেন। সব নিয়ে সোনার বাংলা দেশ গঠন করতে চাই। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, সাম্মের বাংলাদেশ। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সবার ভাগ্যের পরিবর্তন করতে হবে।’

মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক একেএম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যান্য নেতারা।

এর আগে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন উপলক্ষে তার মাজারের ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানান সুলতান সালাউদ্দিন টুকু। শেষে ভাসানীর জীবন নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুকু।

এসএস