এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার পর শিশুটিকে মাটির নিচে অন্তত ৪৫ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর দ্রুত হাসপাতালে নেয়া হয়, সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন শিশুটিকে।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, টানা ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার পর দুই বছর বয়সী শিশু সাজিদকে মাটির নিচে অন্তত ৪৫ ফুট গভীর গর্ত থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। দীর্ঘ ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।





