চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য নিহত

নিহত  তাহমিদ খান
নিহত তাহমিদ খান | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে তাহমিদ খান নামক এক যুবক নিহত হয়েছেন। নিহত তাহমিদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ছিলেন। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারইয়ার হাটে বিএনপির দুই নেতার মধ্যে দোকানে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় দু’পক্ষই সংঘবদ্ধ হয়ে বারইয়ারহাট ট্রাফিক মোড়ে আসলে সংঘর্ষ শুরু হয়। এসময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় তাহমিদ।

আরও পড়ুন:

এসময় তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও পরে প্রাথমিক চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, তাহমিদ কোরআনে হাফেজ ও বৈষম্যবিরোধী আন্দোলনে ফেনীতে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক সময়ে হিঙ্গুলি নিজ এলাকায় বিএনপি ও ছাত্রদলের বন্ধুদের সঙ্গে মেলামেশা করতেন।

এফএস