দীর্ঘদিন পর ন্যু ক্যাম্পে বাজলো চ্যাম্পিয়ন্স লিগের সুর। আর সেই ফেরাকে স্মরণীয় করে রাখলো বার্সেলোনা। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ব্লু-গ্রানাদের শুরুটা হলো দারুণ। যদিও দীর্ঘদিন পর ন্যু ক্যাম্পে ইউসিএল প্রত্যাবর্তনের রাতে প্রথম গোল এলো জার্মান প্রতিপক্ষের কাছ থেকেই। ২১ মিনিটে ন্যাথানিয়েল ব্রাউনের পাস থেকে বার্সার জালে বল জড়ান আন্সগার কেনাফে।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দিলেও বার্সাকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৫০ মিনিট পর্যন্ত। রাশফোর্ডের দুর্দান্ত এক ক্রস থেকে হেডে গোল করেন জুলস কুন্দে। ৫৩ মিনিটেই ফের হেডে গোল করেন কুন্দে। এবারে অ্যাসিস্ট করেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত আর কোনো গোল আদায় করতে ব্যর্থ হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
আরও পড়ুন:
নিজেদের মাঠে পর্তুগালের ক্লাব স্পোর্তিং লিসবনকে আতিথ্য দিয়েছিল বায়ার্ন। পুরো ম্যাচেই দেখিয়েছে একচেটিয়া আধিপত্য। প্রতিপক্ষের গোলমুখে ছিল ২৩ শট। এরপরেও অবশ্য শুরুর ৪৫ মিনিটে গোল পাওয়া হয়নি তাদের। বিরতির পর ৫৪ মিনিটে জশুয়া কিমিখের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। এরপরেই অবশ্য ম্যাচে দারুণভাবে ফিরে আসে তারা। ৬৫ মিনিটে সার্জ ন্যাব্রি আর ৬৯ মিনিটে লেনার্ট কার্লের গোলে লিড পেয়ে যায় তারা। ৭৭ মিনিটে জোনাথন গোল করলে জয় নিশ্চিত করে বায়ার্ন।
রাতের আরেক বিগ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে লিভারপুল জয় পেয়েছে শেষদিকে পাওয়া পেনাল্টির কল্যাণে। আক্রমণ-প্রতিআক্রমণের ম্যাচে ৮৮ মিনিটে পেনাল্টি পায় অলরেডরা। স্পটকিকে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ডমিনিক সবোস্লাই।





