চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয়: নৌ উপদেষ্টা

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয় বলে মন্তব্য করেছেন নৌ ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিগত ১ বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন কত টাকা ওঠে এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমি আনুমানিক বলতে পারবো না। আমি একটা রাফ ফিগার দিতে পারি। তবে আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা। প্রত্যেকটা দিন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হয়। গাড়ির স্ট্যান্ড আমি বের করে দিয়েছি ভেতরে ট্রাক দিনের পর দিন দাঁড়ানো। যেটা ওর জায়গা না। কেউ না কেউ চাঁদা নিয়েছে। বের করে দিয়েছি ওখান থেকে। বাইরে গেছে সেখানেও চাঁদা নিচ্ছে।’

এ সময় তিনি বলেন, ‘যেই চিটাগাংয়ের মেয়র হোন আমি অতীতের কথা বলছি উনি সিটির চেয়ে বন্দরের রক্ষক বেশি। চট্টগ্রাম বন্দর অনেকটা সোনার ডিম পাড়া হাঁসের মতো। তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো।’

ইএ