আইপিএল নিলামের আগে কোন দলে কে থাকলেন, কারা কোথায় গেলেন

আইপিএল ২০২৬: কোন দলে কে থাকলেন, ট্রেডিংয়ে বড় চমক জাদেজা-স্যামসন
আইপিএল ২০২৬: কোন দলে কে থাকলেন, ট্রেডিংয়ে বড় চমক জাদেজা-স্যামসন | ছবি : সংগৃহীত
0

২০২৬ আইপিএল (IPL 2026) মৌসুমকে সামনে রেখে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে রদবদল এবং বেশ কিছু আলোচিত ট্রেডিংয়ের কারণে এবারের নিলামের আগে থেকেই উত্তাপ শুরু হয়েছে। স্পোর্টস্টার অনলাইন জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে এই আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন:

আইপিএলে বাংলাদেশি তারকাদের অবস্থান (Bangladeshi Player Status in IPL-2026)

আইপিএল ২০২৬ নিলাম: মোস্তাফিজ সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়, সাকিব ১ কোটি রুপিতে (Mustafizur Rahman & Shakib Al Hasan IPL 2026 Auction)

আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি |ছবি : সংগৃহীত

আইপিএলে মোস্তাফিজুর রহমান (Mustafizur Rahman IPL 2026 Auction)

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এবার আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন। মোস্তাফিজুর রহমান সেই ৪৫ জন ক্রিকেটারের তালিকায় আছেন, যাঁদের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। এর ফলে নিলামে তাঁর প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। গত বছর তিনি ফ্রেজার-ম্যাগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলেছিলেন। তবে বদলি ক্রিকেটারকে ধরে রাখার (Retention) সুযোগ না থাকায় তিনি স্বয়ংক্রিয়ভাবে নিলামের জন্য উন্মুক্ত হয়ে গেছেন। এর অর্থ হলো, মোস্তাফিজুর রহমানের নাম আইপিএল ২০২৬ নিলামে থাকতে পারবে।

আইপিএলে সাকিব আল হাসান (Shakib Al Hasan IPL 2026 Auction)

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের (Shakib Al Hasan) ভিত্তিমূল্য কিছুটা কম রাখা হয়েছে। সাকিবের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি রুপি। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাতে পারে। এই দুই তারকার পাশাপাশি আরও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় দেখা যেতে পারে, তবে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় মোস্তাফিজুর রহমানের উপস্থিতি নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

আইপিএল ২০২৬ স্কোয়াড সম্পূর্ণ |ছবি : সংগৃহীত

আইপিএলে চার তারকার বড় দলবদল (Big Trades)

নিলামের আগেই যে দলবদলগুলি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, তার মধ্যে অন্যতম চারটি তারকা খেলোয়াড়ের বদল:

খেলোয়াড়ের নামনতুন দলপুরাতন দলমূল্য
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)রাজস্থান রয়্যালস (RR)চেন্নাই সুপার কিংস (CSK)১৪ কোটি রুপি
সঞ্জু স্যামসন (Sanju Samson)চেন্নাই সুপার কিংস (CSK)রাজস্থান রয়্যালস (RR)১৮ কোটি রুপি
স্যাম কারেন (Sam Curran)রাজস্থান রয়্যালস (RR)চেন্নাই সুপার কিংস (CSK)২.৪ কোটি রুপি
মোহাম্মদ শামি (Mohammed Shami)লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (LSG)সানরাইজার্স হায়দরাবাদ (SRH)১০ কোটি রুপি

এছাড়াও, শার্দুল ঠাকুর, শেরফান রাদারফোর্ড এবং অর্জুন টেন্ডুলকারের মতো খেলোয়াড়রাও ট্রেডিংয়ের মাধ্যমে নতুন দলে পাড়ি জমিয়েছেন।

আরও পড়ুন:

আইপিএল ২০২৬: শীর্ষ খেলোয়াড়দের মূল্য ও দল (IPL 2026 Top Players Value & Team/Full Squad Price List)

২০২৬ আইপিএল-এর (IPL 2026) নিলাম শেষে ১০টি ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত স্কোয়াড এখন প্রস্তুত। এবার নিলামে টাকার বৃষ্টি হয়েছে, যেখানে রেকর্ড ভেঙে গিয়েছে একাধিকবার। দিল্লি ক্যাপিটালসের কাছে ২৭ কোটি রুপিতে ঋষভ পন্ত এবং পাঞ্জাব কিংসের কাছে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ার বিক্রি হয়েছেন। নিচে প্রতিটি দলের ধরে রাখা খেলোয়াড় এবং নিলাম থেকে নেওয়া খেলোয়াড়দের তালিকা দেওয়া হলো:

চেন্নাই সুপার কিংস (CSK)- Chennai Super Kings Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
রুতুরাজ গায়কোয়াড়১৮ কোটিধরে রাখা (Retained)
রাভিন্দ্রা জাদেজা১৮ কোটিধরে রাখা (Retained)
মাথিশা পাথিরানা১৩ কোটিধরে রাখা (Retained)
শিভাম দুবে১২ কোটিধরে রাখা (Retained)
মাহেন্দ্র সিং ধোনি৪ কোটিধরে রাখা (Retained)
রাভিচান্দ্রান অশ্বিন৯ কোটি ৭৫ লাখনিলাম থেকে (Auction Buy)
ডেভন কনওয়ে৬ কোটি ২৫ লাখনিলাম থেকে
রাচিন রাভিন্দ্রা৪ কোটিনিলাম থেকে
রাহুল ত্রিপাঠি৩ কোটি ৪০ লাখনিলাম থেকে
আনশুল কাম্বোজ৩ কোটি ৪০ লাখনিলাম থেকে
স্যাম কারান২ কোটি ৪০ লাখনিলাম থেকে
গুরজাপনিত সিং২ কোটি ২০ লাখনিলাম থেকে
ন্যাথান এলিস২ কোটিনিলাম থেকে
দীপক হুডা১ কোটি ৭০ লাখনিলাম থেকে
জেমি ওভারটন১ কোটি ৫০ লাখনিলাম থেকে
বিজয় শাঙ্কার১ কোটি ২০ লাখনিলাম থেকে
ভানশ বেদি৫৫ লাখনিলাম থেকে
মুকেশ চৌধুরি৩০ লাখনিলাম থেকে
শাইক রাশেদ৩০ লাখনিলাম থেকে
কামলেশ নাগরকোটি৩০ লাখনিলাম থেকে
রামাকৃষ্ণা ঘোষ৩০ লাখনিলাম থেকে
শ্রেয়াস গোপাল৩০ লাখনিলাম থেকে
আন্দ্রে সিদ্ধার্থ৩০ লাখনিলাম থেকে
সঞ্জু স্যামসনট্রেড ইন (রাজস্থান থেকে)ট্রেড


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)- Royal Challengers Bengaluru Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
ভিরাট কোহলি২১ কোটিধরে রাখা (Retained)
রাজাত পাতিদার১১ কোটিধরে রাখা (Retained)
ইয়াশ দায়াল৫ কোটিধরে রাখা (Retained)
জশ হেইজেলউড১২ কোটি ৫০ লাখনিলাম থেকে (Auction Buy)
ফিল সল্ট১১ কোটি ৫০ লাখনিলাম থেকে
জিতেশ শার্মা১১ কোটিনিলাম থেকে
ভুবনেশ্বর কুমার১০ কোটি ৭৫ লাখনিলাম থেকে
লিয়াম লিভিংস্টোন৮ কোটি ৭৫ লাখনিলাম থেকে
রাসিখ দার৬ কোটিনিলাম থেকে
ক্রুনাল পান্ডিয়া৫ কোটি ৭৫ লাখনিলাম থেকে
নুয়ান থুশারা১ কোটি ৬০ লাখনিলাম থেকে
রোমারিও শেফার্ড১ কোটি ৫০ লাখনিলাম থেকে
লুঙ্গি এনগিডি১ কোটিনিলাম থেকে
সুয়াশ শার্মা২ কোটি ৬০ লাখনিলাম থেকে
জ্যাকব বেথেল২ কোটি ৬০ লাখনিলাম থেকে
টিম ডেভিড৩ কোটিনিলাম থেকে
দেবদুত পাডিক্কাল২ কোটিনিলাম থেকে
স্বপ্নিল সিং৫০ লাখনিলাম থেকে
মানোজ ভানডাগে৩০ লাখনিলাম থেকে
স্বস্তিক চিকারা৩০ লাখনিলাম থেকে
আভিনন্দন সিং৩০ লাখনিলাম থেকে
মোহিত রাঠে৩০ লাখনিলাম থেকে


মুম্বাই ইন্ডিয়ান্স (MI) - Mumbai Indians Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
জাসপ্রিত বুমরাহ১৮ কোটিধরে রাখা (Retained)
সুরিয়াকুমার ইয়াদাভ১৬ কোটি ৩৫ লাখধরে রাখা (Retained)
হার্দিক পান্ডিয়া১৬ কোটি ৩৫ লাখধরে রাখা (Retained)
রোহিত শার্মা১৬ কোটি ৩০ লাখধরে রাখা (Retained)
তিলাক ভার্মা৮ কোটিধরে রাখা (Retained)
ট্রেন্ট বোল্ট১২ কোটি ৫০ লাখনিলাম থেকে (Auction Buy)
দীপক চাহার৯ কোটি ২৫ লাখনিলাম থেকে
উইল জ্যাকস৫ কোটি ২৫ লাখনিলাম থেকে
নামান ধির৫ কোটি ২৫ লাখনিলাম থেকে
আল্লাহ মোহাম্মাদ গাজানফার৪ কোটি ৮০ লাখনিলাম থেকে
মিচেল স্যান্টনার২ কোটিনিলাম থেকে
রায়ান রিকেলটন১ কোটিনিলাম থেকে
লিজাড উইলিয়ামস৭৫ লাখনিলাম থেকে
রিস টপলি৭৫ লাখনিলাম থেকে
অর্জুন টেন্ডুলকার৩০ লাখনিলাম থেকে
রবিন মিঞ্জ৩০ লাখনিলাম থেকে
কার্ন শার্মা৫০ লাখনিলাম থেকে
আশওয়ানি কুমার৩০ লাখনিলাম থেকে
ক্রিশান শ্রিজিত৩০ লাখনিলাম থেকে
রাজ বাওয়া৩০ লাখনিলাম থেকে
সত্যনারায়ানা রাজু৩০ লাখনিলাম থেকে
বেভন জ্যাকবস৩০ লাখনিলাম থেকে
ভিগনেশ পুথুর৩০ লাখনিলাম থেকে


দিল্লি ক্যাপিটালস (DC) - Delhi Capitals Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
আকসার প্যাটেল১৬ কোটি ৫০ লাখধরে রাখা (Retained)
কুলদিপ ইয়াদাভ১৩ কোটি ২৫ লাখধরে রাখা (Retained)
ট্রিস্টান স্টাবস১০ কোটিধরে রাখা (Retained)
আভিশেক পোরেল৪ কোটিধরে রাখা (Retained)
লোকেশ রাহুল১৪ কোটিনিলাম থেকে (Auction Buy)
মিচেল স্টার্ক১১ কোটি ৭৫ লাখনিলাম থেকে
থাঙ্গারাসু নাটারাজান১০ কোটি ৭৫ লাখনিলাম থেকে
জেইক ফ্রেজার-ম্যাকগার্ক৯ কোটিনিলাম থেকে
মুকেশ কুমার৮ কোটিনিলাম থেকে
হ্যারি ব্রুক৬ কোটি ২৫ লাখনিলাম থেকে
আশুতোষ শার্মা৩ কোটি ৮০ লাখনিলাম থেকে
মোহিত শার্মা২ কোটি ২০ লাখনিলাম থেকে
ফাফ দু প্লেসি২ কোটিনিলাম থেকে
সামির রিজভি৯৫ লাখনিলাম থেকে
দুশমান্থা চামিরা৭৫ লাখনিলাম থেকে
ডোনোভান ফেরেইরা৭৫ লাখনিলাম থেকে
কারুন নায়ার৫০ লাখনিলাম থেকে
ভিপরাজ নিগাম৫০ লাখনিলাম থেকে
মাধভ তিওয়ারি৪০ লাখনিলাম থেকে
দার্শান নালকান্ডে৩০ লাখনিলাম থেকে
অজয় মন্ডল৩০ লাখনিলাম থেকে
মানভান্থ কুমার৩০ লাখনিলাম থেকে
ত্রিপুর্না ভিজায়৩০ লাখনিলাম থেকে


কলকাতা নাইট রাইডার্স (KKR) - Kolkata Knight Riders Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
ভেঙ্কাটেশ আইয়ার২৩ কোটি ৭৫ লাখনিলাম থেকে (Auction Buy)
রিঙ্কু সিং১৩ কোটিধরে রাখা (Retained)
ভারুন চক্রবর্তি১২ কোটিধরে রাখা (Retained)
সুনিল নারাইন১২ কোটিধরে রাখা (Retained)
আন্দ্রে রাসেল১২ কোটিধরে রাখা (Retained)
আনরিখ নরকিয়া৬ কোটি ৫০ লাখনিলাম থেকে (Auction Buy)
হার্শিত রানা৪ কোটিধরে রাখা (Retained)
রামানদিপ সিং৪ কোটিধরে রাখা (Retained)
কুইন্টন ডি কক৩ কোটি ৬০ লাখনিলাম থেকে
স্পেন্সার জনসন২ কোটি ৮০ লাখনিলাম থেকে
রাহমানউল্লাহ গুরবাজ২ কোটিনিলাম থেকে
মইন আলি২ কোটিনিলাম থেকে
বৈভব আরোরা১ কোটি ৮০ লাখনিলাম থেকে
আজিঙ্কা রাহানে১ কোটি ৫০ লাখনিলাম থেকে
রভম্যান পাওয়েল১ কোটি ৫০ লাখনিলাম থেকে
উমরান মালিক৭৫ লাখনিলাম থেকে
মানিশ পান্ডে৭৫ লাখনিলাম থেকে
আনুকুল রয়৪০ লাখনিলাম থেকে
অঙ্করিশ রাঘুভাংশি৩ কোটিনিলাম থেকে
মায়াঙ্ক মারকান্ডে৩০ লাখনিলাম থেকে
লুভনিথ সিসোদিয়া৩০ লাখনিলাম থেকে


রাজস্থান রয়্যালস (RR) - Rajasthan Royals Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
সাঞ্জু স্যামসন১৮ কোটিধরে রাখা (Retained)
ইয়াসাসভি জয়সওয়াল১৮ কোটিধরে রাখা (Retained)
রিয়ান পারাগ১৪ কোটিধরে রাখা (Retained)
ধ্রুব জুরেল১৪ কোটিধরে রাখা (Retained)
শিমরন হেটমায়ার১১ কোটিধরে রাখা (Retained)
জফ্রা আর্চার১২ কোটি ৫০ লাখনিলাম থেকে (Auction Buy)
তুষার দেশপান্ডে৬ কোটি ৫০ লাখনিলাম থেকে
ওয়ানিন্দু হাসারাঙ্গা৫ কোটি ২৫ লাখনিলাম থেকে
মাহিশ থিকশানা৪ কোটি ৪০ লাখনিলাম থেকে
নিতিশ রানা৪ কোটি ২০ লাখনিলাম থেকে
সান্দিপ শার্মা৪ কোটিধরে রাখা (Retained)
ফাজালহাক ফারুকি২ কোটিনিলাম থেকে
আকাশ মাধওয়াল১ কোটি ২০ লাখনিলাম থেকে
বৈভাব সুরিয়াভানশি১ কোটি ১০ লাখনিলাম থেকে
কিউনা মাফাকা১ কোটি ৫০ লাখনিলাম থেকে
ইয়ুধভির সিং৩৫ লাখনিলাম থেকে
কুমার কার্তিকেয়া৩০ লাখনিলাম থেকে
শুভাম দুবে৩০ লাখনিলাম থেকে
কুনাল সিং রাঠোর৩০ লাখনিলাম থেকে
আশোক শার্মা৩০ লাখনিলাম থেকে


গুজরাট টাইটান্স (GT) - Gujarat Titans Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
রাশিদ খান১৮ কোটিধরে রাখা (Retained)
শুবমান গিল১৬ কোটি ৫০ লাখধরে রাখা (Retained)
সাই সুদার্শান৮ কোটি ৫০ লাখধরে রাখা (Retained)
জস বাটলার১৫ কোটি ৭৫ লাখনিলাম থেকে (Auction Buy)
মোহাম্মদ সিরাজ১২ কোটি ২৫ লাখনিলাম থেকে
কাগিসো রাবাদা১০ কোটি ৭৫ লাখনিলাম থেকে
প্রাসিধ কৃষ্ণা৯ কোটি ৫০ লাখনিলাম থেকে
রাহুল তেওয়াতিয়া৪ কোটিধরে রাখা (Retained)
শাহরুখ খান৪ কোটিধরে রাখা (Retained)
ওয়াশিংটন সুন্দার৩ কোটি ২০ লাখনিলাম থেকে
জেরল্ড কুটসিয়া২ কোটি ৪০ লাখনিলাম থেকে
গ্লেন ফিলিপস২ কোটিনিলাম থেকে
আরশাদ খান১ কোটি ৩০ লাখনিলাম থেকে
গুরনুর ব্রার১ কোটি ৩০ লাখনিলাম থেকে
মাহিপাল লোমরোর১ কোটি ৭০ লাখনিলাম থেকে
সাই কিশোর২ কোটিনিলাম থেকে
শেরফেইন রাদারফোর্ড২ কোটি ৬০ লাখনিলাম থেকে
কুমার কুশাগরা৬৫ লাখনিলাম থেকে
ইশান্ত শর্মা৭৫ লাখনিলাম থেকে
জয়ন্ত ইয়াদাভ৭৫ লাখনিলাম থেকে
কারিম জানাত৭৫ লাখনিলাম থেকে
কুলওয়াত খেজরোলিয়া৩০ লাখনিলাম থেকে
নিশান্ত সিন্ধু৩০ লাখনিলাম থেকে
আনুজ রাওয়াত৩০ লাখনিলাম থেকে
মানাভ সুথার৩০ লাখনিলাম থেকে


লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস (LSG) - Lucknow Super Giants Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
রিশাভ পান্ত২৭ কোটিনিলাম থেকে (Auction Buy)
নিকোলাস পুরান২১ কোটিধরে রাখা (Retained)
রাভি বিষ্ণই১১ কোটিধরে রাখা (Retained)
মায়াঙ্ক ইয়াদাভ১১ কোটিধরে রাখা (Retained)
আভেশ খান৯ কোটি ৭৫ লাখনিলাম থেকে
ডেভিড মিলার৭ কোটি ৫০ লাখনিলাম থেকে
মহসিন খান৪ কোটিধরে রাখা (Retained)
আয়ুশ বাদোনি৪ কোটিধরে রাখা (Retained)
মিচেল মার্শ৩ কোটি ৪০ লাখনিলাম থেকে
শাহবাজ আহমেদ২ কোটি ৪০ লাখনিলাম থেকে
এইডেন মার্করাম২ কোটিনিলাম থেকে
আব্দুল সামাদ৪ কোটি ২০ লাখনিলাম থেকে
আকাশ দিপ৮ কোটিনিলাম থেকে
আরিয়ান জুয়াল৩০ লাখনিলাম থেকে
হিমাত সিং৩০ লাখনিলাম থেকে
এম সিদ্ধার্থ৭৫ লাখনিলাম থেকে
দিগভেশ সিং৩০ লাখনিলাম থেকে
আকাশ সিং৩০ লাখনিলাম থেকে
শামার জোসেফ৭৫ লাখনিলাম থেকে
প্রিন্স ইয়াদাভ৩০ লাখনিলাম থেকে
ইউভরাজ চৌধুরি৩০ লাখনিলাম থেকে
রাজভার্ধান হাঙ্গারগেকার৩০ লাখনিলাম থেকে
আর্শিন কুলকার্নি৩০ লাখনিলাম থেকে
ম্যাথু ব্রিটস্কি৭৫ লাখনিলাম থেকে


পাঞ্জাব কিংস (PBKS) - Punjab Kings Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
শ্রেয়াস আইয়ার২৬ কোটি ৭৫ লাখনিলাম থেকে (Auction Buy)
আর্শদিপ সিং১৮ কোটিনিলাম থেকে
ইউজবেন্দ্রা চেহেল১৮ কোটিনিলাম থেকে
মার্কাস স্টয়নিস১১ কোটিনিলাম থেকে
মার্কো ইয়ানসেন৭ কোটিনিলাম থেকে
শাশাঙ্ক সিং৫ কোটি ৫০ লাখধরে রাখা (Retained)
প্রাভসিমরান সিং৪ কোটিধরে রাখা (Retained)
গ্লেন ম্যাক্সওয়েল৪ কোটি ২০ লাখনিলাম থেকে
নেহাল ওয়াধেরা৪ কোটি ২০ লাখনিলাম থেকে
প্রিয়াংশ আরিয়া৩ কোটি ৮০ লাখনিলাম থেকে
জশ ইংলিস২ কোটি ৬০ লাখনিলাম থেকে
আজমাতউল্লাহ ওমারজাই২ কোটি ৪০ লাখনিলাম থেকে
লকি ফার্গুসন২ কোটিনিলাম থেকে
হারপ্রিত ব্রার১ কোটি ৫০ লাখনিলাম থেকে
ভিজায়কুমার ভিশাক১ কোটি ৮০ লাখনিলাম থেকে
ইয়াশ ঠাকুর১ কোটি ৬০ লাখনিলাম থেকে
অ্যারন হার্ডি১ কোটি ২৫ লাখনিলাম থেকে
ভিষ্ণু ভিনোদ৯৫ লাখনিলাম থেকে
জেভিয়ার বার্টলেট৮০ লাখনিলাম থেকে
কুলদিপ সেন৮০ লাখনিলাম থেকে
হারনুর সিং৩০ লাখনিলাম থেকে
মুশির খান৩০ লাখনিলাম থেকে
সুরিয়ানশ শেডগে৩০ লাখনিলাম থেকে
পায়লা আভিনাশ৩০ লাখনিলাম থেকে
প্রাভিন দুবে৩০ লাখনিলাম থেকে


সানরাইজার্স হায়দরাবাদ (SRH) - Sunrisers Hyderabad Team Squad & Overview

খেলোয়াড়ের নাম (Player)মূল্য (INR)স্ট্যাটাস (Status)
হাইনরিখ ক্লসেন২৩ কোটিধরে রাখা (Retained)
প্যাট কামিন্স১৮ কোটিধরে রাখা (Retained)
আভিশেক শার্মা১৪ কোটিধরে রাখা (Retained)
ট্রাভিস হেড১৪ কোটিধরে রাখা (Retained)
নিতিশ কুমার রেড্ডি৬ কোটিধরে রাখা (Retained)
মোহাম্মদ শামি১০ কোটিনিলাম থেকে (Auction Buy)
হার্শাল প্যাটেল৮ কোটিনিলাম থেকে
ইশান কিষান১১ কোটি ২৫ লাখনিলাম থেকে
রাহুল চাহার৩ কোটি ২০ লাখনিলাম থেকে
অ্যাডাম জ্যাম্পা২ কোটি ৪০ লাখনিলাম থেকে
সিমারজিত সিং১ কোটি ৫০ লাখনিলাম থেকে
জায়দেভ উনাদকাট১ কোটিনিলাম থেকে
ব্রাইডন কার্স১ কোটিনিলাম থেকে
কামিন্দু মেন্ডিস৭৫ লাখনিলাম থেকে
আথার্ব টাইদে৩০ লাখনিলাম থেকে
আভিনব মনোহর৩ কোটি ২০ লাখনিলাম থেকে
জিশান আনসারি৪০ লাখনিলাম থেকে
আনিকেত ভার্মা৩০ লাখনিলাম থেকে
ইশান মালিঙ্গা১ কোটি ২০ লাখনিলাম থেকে
সাচিন বেবি৩০ লাখনিলাম থেকে

সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের দুই দিন ব্যাপী মেগা নিলামে দল পেয়েছেন মোট ১৮২ ক্রিকেটার। |ছবি : সংগৃহীত

আইপিএলে এক নজরে দলগুলোর রিটেনশন, রিলিজ ও পার্স ভ্যালু (Team Retention Summary)

নিলামের আগে ১০টি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সম্পূর্ণ তালিকা এবং তাদের হাতে থাকা টাকার পরিমাণ নিচে তুলে ধরা হলো:

দল (Team)ছেড়ে দেওয়া তারকা (Key Released)ট্রেড ইন (Trade In)হাতে থাকা রুপি (Purse Value)ফাঁকা স্থান (Slots Available)
কলকাতা নাইট রাইডার্স (KKR)আন্দ্রে রাসেল, আনরিখ নর্কিয়া, মঈন আলীনেই৬৪.৩০ কোটি১৩ (বিদেশি ৬)
চেন্নাই সুপার কিংস (CSK)রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন, ডেভন কনওয়েসঞ্জু স্যামসন (RR থেকে)৪৩.৪০ কোটি৯ (বিদেশি ৪)
দিল্লি ক্যাপিটালস (DC)ফাফ ডু প্লেসি, জেইক ফ্রেজার-ম্যাগার্কনিতীশ রানা (RR থেকে)২১.৮০ কোটি৮ (বিদেশি ৫)
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (LSG)শার্দুল ঠাকুর, ডেভিড মিলার, রবি বিষ্ণয়মোহাম্মদ শামি, অর্জুন টেন্ডুলকার২২.৯৫ কোটি৬ (বিদেশি ৪)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডিনেই১৬.৪০ কোটি৮ (বিদেশি ২)
রাজস্থান রয়্যালস (RR)সঞ্জু স্যামসন, নিতীশ রানা, হাসারাঙ্গারবীন্দ্র জাদেজা, স্যাম কারেন, ডোনোভান ফেরেইরা১৬.০৫ কোটি৯ (বিদেশি ১)
পাঞ্জাব কিংস (PBKS)গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, কাইল জেমিসননেই১১.৫০ কোটি৪ (বিদেশি ২)
গুজরাট টাইটানস (GT)শেরফান রাদারফোর্ড, দাসুন শানাকানেই১২.৯০ কোটি৫ (বিদেশি ৪)
সানরাইজার্স হায়দরাবাদ (SRH)মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পানেই২৫.৫০ কোটি১০ (বিদেশি ২)
মুম্বাই ইন্ডিয়ানস (MI)অর্জুন টেন্ডুলকার, মুজিব উর রেহমানশার্দুল ঠাকুর, রাদারফোর্ড, মায়াঙ্ক মারকাণ্ডে২.৭৫ কোটি৫ (বিদেশি ১)

আইপিএল ২০২৬: ধরে রাখা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা |ছবি : সংগৃহীত

আইপিএল: ধরে রাখা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা (Retained Players List)

২০২৬ আইপিএল-এর নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা খেলোয়াড়দের (Retained Players) সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:

ফ্র্যাঞ্চাইজি (Franchise)ধরে রাখা খেলোয়াড়দের তালিকা (Retained Players List)
চেন্নাই সুপার কিংস (CSK)মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আয়ুশ মাত্রে, ডেভাল্ড ব্রেভিস, শিবম দুবে, উর্বিল প্যাটেল, নুর আহমেদ, নাথান এলিস, শ্রেয়াস গোপাল, খলিল আহমেদ, রামকৃষ্ণ ঘোষ, মুকেশ চৌধুরী, জেমি ওভারটন, গুরজপনীত সিং, অংশুল কাম্বোজ।
দিল্লি ক্যাপিটালস (DC)অভিষেক পোরেল, অজয় মণ্ডল, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, দুষ্মন্ত চামিরা, করুণ নায়ার, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, সামির রিজভী, টি নটরাজন, ত্রিপুরানা বিজয়, ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম।
গুজরাট টাইটানস (GT)অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, গুরনূর ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, জস বাটলার, কাগিসো রাবাদা, কুমার কুশাগ্র, মানব সুতার, মোহাম্মদ সিরাজ, আরশাদ খান, নিশান্ত সিন্ধু, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই কিশোর, রাহুল তেওতিয়া, রশিদ খান, সাই সুদর্শন, শাহরুখ খান, শুবমান গিল, ওয়াশিংটন সুন্দর।
কলকাতা নাইট রাইডার্স (KKR)অজিঙ্কা রাহানে, অংকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীশ পান্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (LSG)আবদুল সামাদ, এইডেন মার্করাম, আকাশ সিং, অর্শিন কুলকার্নি, আবেশ খান, আয়ুশ বাদোনি, দিগ্বেশ রাঠি, হিম্মত সিং, মনিমারন সিদ্ধার্থ, ম্যাথু ব্রিটজকে, মায়াঙ্ক যাদব, মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব, ঋষভ পন্ত, শাহবাজ আহমেদ।
মুম্বাই ইন্ডিয়ানস (MI)এ এম গজনফর, অশ্বনি কুমার, করবিন বশ, দীপক চাহার, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রাজ বাওয়া, রবিন মিনজ, রোহিত শর্মা, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, উইল জ্যাকস।
পাঞ্জাব কিংস (PBKS)অর্শদীপ সিং, আজমতউল্লাহ ওমরজাই, হারনুর পান্নু, হারপ্রীত ব্রার, লকি ফার্গুসন, মার্কো ইয়ানসেন, মার্কাস স্টয়নিস, মিচ ওয়েন, মুশির খান, নেহাল ওয়াধেরা, প্রভসিমরান সিং, প্রিয়াংশ আর্য, পিলা অবিনাশ, শশাঙ্ক সিং, শ্রেয়াস আইয়ার, সূর্যাংশ শেজ, বিষ্ণু বিনোদ, বৈশাক বিজয়কুমার, জেভিয়ার বার্টলেট, যশ ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।
রাজস্থান রয়্যালস (RR)ধ্রুব জুরেল, জফরা আর্চার, কোয়েনা মাফাকা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, শিমরন হেটমায়ার, শুবম দুবে, তুষার দেশপান্ডে, বৈভব সুর্যবংশী, যশস্বী জয়সওয়াল, যুধবীর সিং।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদূত পাড়িক্কাল, রজত পাতিদার, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, ভূবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, সুয়াশ শর্মা, অভিনন্দন সিং, জেকব বেথেল, নুয়ান তুষারা, রাশিখ দার, স্বপ্নীল সিং।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH)অভিষেক শর্মা, অনিকেত বর্মা, ব্রাইডন কার্স, ঈশান মালিঙ্গা, হর্ষ দুবে, হর্ষাল প্যাটেল, হাইনরিখ ক্লাসেন, ঈশান কিষান, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, নিতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, আর স্মরণ, ট্রাভিস হেড, জিশান আনসারি।

এসআর