নারায়ণগঞ্জে পিস্তল-দেশিয় অস্ত্রসহ মাদক উদ্ধার

অভিযানে উদ্ধারকৃত অস্ত্র
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ছোরা, সুইচ গিয়ার ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শনিবার, ৬ ডিসেম্বর) রাতে অভিযানে এ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আলমেহেদী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে পূর্ব ইসদাইর এলাকার চাষাড়া রেললাইনের পাশে ফরিদা ক্লিনিকের পেছনে নাসিরের বাড়ির একটি ঘরে সাগর নামে এক যুবককে অজ্ঞাতনামা কয়েকজন আটকে রাখার খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে একটি দেশিয় তৈরি পিস্তল, ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করেন।

পুলিশ জানায়, এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভসহ ১০ থেকে ১২ জন ওই বাড়িতে এসে ঘর ভাঙচুর করে এবং সেখানে থাকা লোকজনকে মারধর করে বের করে দেয়।

আরও পড়ুন:

ঘটনার প্রেক্ষিতে, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাকের ঘর থেকে দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার, চারটি ছোরা, একটি দা এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে একটি অস্ত্র ও তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। রাজ্জাকের বিরুদ্ধে এর আগেও হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এফএস