এমন পরিস্থতিতে ক্ষোভের পাল্লা ভারী হচ্ছে যাত্রীদের। গতকাল শনিবার ৮৫০টি ফ্লাইট বাতিলের পরও প্রায় ৯৫ শতাংশ যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি ইন্ডিগো এয়ারলাইন্সের। আজ (রোববার, ৭ ডিসেম্বর) রাত ৮টার মধ্যেই বাতিল হওয়া ফ্লাইটগুলোর সব যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দিতে ইন্ডিগোকে আল্টিমেটাম দিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
আরও পড়ুন:
অন্যান্য সংস্থাও যাতে বেশি দামে টিকিট বিক্রি করতে না পারে সে বিষয়েও তৎপর কেন্দ্রীয় সরকার। ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)।




