প্রথম ফিফা শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প

ফিফা শান্তি পুরষ্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফিফা শান্তি পুরষ্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

আরও পড়ুন:

ট্রাম্পের হাতে পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের দলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার আগে ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো।

এসময় সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প বলেন, ‘লাখ লাখ মানুষের জীবন রক্ষা করায়, এটি আমার জীবনের মহান প্রাপ্তি।’

এসএইচ