আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশে বাণিজ্যিক আদালত পরিচালনা সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, ‘কমার্শিয়াল কোর্ট বাস্তবায়ন হলে বিনিয়োগে আস্থা বাড়ার পাশাপাশি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে। বাণিজ্যিক বিরোধ যুক্তিসংগতভাবে দ্রুত নিষ্পত্তি করা এবং ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের সময়োপযোগী ও কার্যকর আইনি প্রতিকার দিতে পারবে এ কোর্ট।’
আরও পড়ুন:
সেমিনারে কমার্শিয়াল কোর্টের প্রয়োজনীয়তা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রধান মাইকেল মিলার, কানাডিয়ান হাই কমিশনার, অস্ট্রেলিয়া, সুইডেনের বাণিজ্যিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতারাসহ অন্যান্য অংশীজনরা।
পরে বাংলাদেশের কমার্শিয়াল কোর্টকে সহযোগিতায় অস্ট্রেলিয়া এবং ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সেমিনার শেষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দীক জানান, খুব শিগগিরই ঢাকা এবং চট্টগ্রামে কমার্শিয়াল কোর্ট অপারেশনাল কার্যক্রম শুরু করবে। এতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায়িক বিবাদ দ্রুত নিষ্পত্তি হবে বলেও জানান তিনি।





