ফনি বেগম ভারতের মালদা জেলার কালিয়াচক থাকার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দিনের স্ত্রী। মরদেহ দেখে স্বজনরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মতো প্রিয়জনকে দেখতে সুযোগ করে দেয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন:
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন ভারতের মালদা জেলার ফনি বেগম। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে থাকা তার ভাই আতাউর রহমানসহ স্বজনরা শেষবারের মতো মরদেহ দেখার অনুমতি আবেদন করেন। বিষয়টি জানার পর বিজিবি দ্রুত উদ্যোগ নেন এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সমন্বয় করে শূন্য লাইনে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়।’





