মার্কিন–রুশ আলোচনায় কোনো অগ্রগতি নেই, অভিযোগ জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি | ছবি: বিবিসি
0

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা বাস্তব ফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দুই মার্কিন রাষ্ট্রদূত মস্কো থেকে ফিরে যাওয়ার পর ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

গতকাল (বুধবার, ৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ কথা জানান জেলেনস্কি।

আরও পড়ুন:

যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই মার্কিন রাষ্ট্রদূতের কার্যকরী বৈঠক হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ানরা খুব জোরালোভাবে একটি চুক্তি করতে আগ্রহী বলেও জানান তিনি।

এসএইচ