হোয়াইট হাউজে ট্রাম্প দম্পতির প্রথম বড়দিন, মেলানিয়ার বিশেষ আয়োজন

হোয়াইট হাউজকে বিশেষ সাজে সাজিয়েছেন মেলানিয়া ট্রাম্প
হোয়াইট হাউজকে বিশেষ সাজে সাজিয়েছেন মেলানিয়া ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর প্রথম বড়দিন ট্রাম্প দম্পতির। উৎসব সামনে রেখে তাই মন ভরানো, চোখধাঁধাঁনো সাজে সেজে উঠেছে বিশ্বের অন্যতম আলোচিত এ স্থাপনা। ‘হোম ইজ হয়্যার হার্ট ইজ’ থিমে বাসভবন আর কর্মক্ষেত্র সাজিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া।

হিম হিম ঠান্ডা, আর সামনেই উৎসবমুখর বড়দিন— সব মিলিয়ে বছরের সবচেয়ে অদ্ভুত সুন্দর সময়। ছুটির মৌসুমের জাদু আর উষ্ণতাকে স্বাগত জানাতে প্রস্তুত হোয়াইট হাউজ।

বহু বছরের প্রথাকে অক্ষুণ্ন রেখে মার্কিন ফার্স্ট লেডি হিসেবে এ বছর হোয়াইট হাউজকে বড়দিনের সাজে সাজিয়ে তোলার দায়িত্ব মেলানিয়া ট্রাম্পের। চলতি বছরের থিম- ‘হোম ইজ হয়্যার হার্ট ইজ’। নিজের মাতৃত্ব আর কর্মজীবনের নিত্যদিনের ঘটনাপ্রবাহ, আনন্দ আর প্রতিবন্ধকতা থেকে যে প্রেরণা পেয়েছেন ফার্স্ট লেডি, সেসবেরই প্রতিফলন হোয়াইট হাউজের এ বছরের বড়দিনের রূপ।

আরও পড়ুন:

হোয়াইট হাউজের তথ্য, সপ্তাহজুড়ে দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবক যুক্ত ছিলেন সাজসজ্জার কাজে। ৭০০ ফুটের বেশি মালা, ২৫ হাজার ফুট রঙিন ফিতা, ১০ হাজার প্রজাপতি, দুই হাজার তারাবাতিসহ হলজুড়ে ৫০টির বেশি ক্রিসমাস ট্রিতে উৎসবের অগুনতি ছোঁয়ায় মার্কিন ভূখণ্ডের সবচেয়ে বিখ্যাত ভবনটি রূপ নিয়েছে ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডে।

ডিজাইনার হার্ভি পিয়েরের সহযোগিতায় এই সাজসজ্জা হোয়াইট হাউজের, যেখানে বড়দিনের এ বছরের আয়োজনে আছে ব্যতিক্রমও। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় প্রত্যাবর্তনের আগে প্রচারণার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তের একটি হাতে আঁকা ছবি যুক্ত হয়েছে রেড রুমে।

ব্লু রুমে ১৮ ফুট উঁচু ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে ২ হাজার ৮০০ জ্বলজ্বলে স্বর্ণালি তারকায় আর যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের প্রতীক হিসেবে একেকটি অলঙ্কারে। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ইস্ট রুম সেজেছে মার্কিন পতাকার লাল, সাদা আর নীল রঙে।

এসএইচ