অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তাহলে এগুলো রেখে কাঠামোগত পরিবর্তন করে মূল পরিবর্তন করা যায়না। সমস্যার সমাধানের একমাত্র পথ রাষ্ট্রের কাঠামো এবং নেতৃত্বের গুণগত পরিবর্তন করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের নেতৃত্বের নৈতিক পরিবর্তন হলে বিমানবন্দরে প্রবাসী হয়রানিসহ সকল সমস্যার অটোমেটিক সমাধান হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ রাষ্ট্রের কাঠামোর সকল প্রতিষ্ঠান তছনছ করে দেওয়া হয়েছে। দেশপ্রেমিক ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হলে প্রবাসীদের দাবি পেশ করতে হবেনা । আমরা এগুলো পূরণ করার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বত্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে জামায়াত বহু নির্যাতন সইতে হয়েছে। শীর্ষ নেতৃত্বকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, অফিস বন্ধ করে দেয়া হলো। কিন্তু চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। এটি কেবলই ছিল আল্লাহর করুণা আর সাহায্য।’
এ সময়, জাতীয় নির্বাচনে দেশের পক্ষে জাতির পক্ষে সত্যের পক্ষে ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ইসলামের পক্ষে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মাওলানা সাইফুদ্দিন এর পরিচালনায় সমাবেশে স্মারক লিপি পাঠ করেন প্রবাসী ভয়েস এর সেক্রেটারি আব্দুস সালাম মোহাম্মদ মাসুম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ফরিদ মিয়া, মাওলানা লুৎফর রহমান বেলাল, ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, ব্যবসায়ী আব্দুল মালিক পারভেজ, খেলাফত মজলিস নেতা এনামুল হাসান ছাবির, হাবিবুর রহমান, ডক্টর এমএ মতিন, খন্দকার কবির উদ্দিন, তানজিম মাহবুব।





