পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাইজবাড়ি গ্রামের মাঠ থেকে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল কয়েকজন শিশু। এসময় মাটি ভর্তি একটি ট্রাক মাঠের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্বাধীনকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০শ্যাযা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘শুনেছি ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে বিস্তারিত জানানো হবে।’





