স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই একটি ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে ব্যর্থ হন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, ‘১১টি বাড়ি, ৭টি গরু এবং একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।’





