একবারের জন্য ইসলামপন্থিদের সংসদে পাঠান; তাহলে দেশে অনিয়ম-দুর্নীতি থাকবে না: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম | ছবি: সংগৃহীত
0

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এক বারের জন্য ইসলামপন্থিদের সংসদে পাঠান তাহলে দেশে অনিয়ম, দুর্নীতি থাকবে না। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) বরিশালে ইসলাম ও সমমনা ৮ দলের সমাবেশে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজদের জায়গা বাংলাদেশে আর হবে না।’

একটি দলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। বাংলার মানুষ আপনাদের উৎখাত করবে।’

আরও পড়ুন:

সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘উন্নয়নের কথা বলে বিদেশে বেগম পাড়া গড়েছেন। আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’

সভাপতি জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ‘আট দল আগামীতে আরও বড় হবে।’

সেজু