আরও পড়ুন :
এদিকে, আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’
এই পরিস্থিতিতে মানুষ স্বাভাবিকভাবেই বিএনপি (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান (Dr. Zubaida Rahman) এবং তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান (Zaima Rahman)-এর কাছ থেকে সরাসরি খবর পেতে আগ্রহী। মানুষের এই আবেগ এবং দ্রুত তথ্যের প্রয়োজনীয়তাকেই পুঁজি করে একদল অসাধু চক্র সোশ্যাল মিডিয়া (Social Media)-কে ব্যবহার করছে।
আরও পড়ুন:
দেখা যাচ্ছে, এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নামে ফেসবুকে ছড়িয়ে পড়েছে ১০০টিরও বেশি ভুয়া পেজ! এই ভুয়া অ্যাকাউন্টগুলো শুধু খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দোয়া চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এদের মাধ্যমে নিয়মিতভাবে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিকর রাজনৈতিক তথ্য প্রচার করা হচ্ছে। এই ডিজিটাল ভুল তথ্যের (Digital Misinformation) ফাঁদে পা দিয়ে বহু সাধারণ মানুষ এই পেজগুলোকে আসল মনে করে ফলো করছেন, কন্টেন্ট শেয়ার করছেন এবং কমেন্ট বক্সে নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন।
ডা. জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জায়মা রহমানের নামে ১৩৫টিরও বেশি ‘ভুয়া পেজ’-এর ছড়াছড়ি
সম্প্রতি ফ্যাক্ট অর ফলস (Fact or False) কর্তৃক পরিচালিত এক যাচাইয়ে দেখা যায়, এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নামে ফেসবুকে মোট ১৩৫টিরও বেশি ভুয়া পেজ সক্রিয় রয়েছে। এই পেজগুলো থেকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দোয়া চাওয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা হচ্ছে, যা জনমনে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে।
- জায়মা রহমানের (Zaima Rahman) নামে ভুয়া পেজের সংখ্যা: ১২০টি
- ডা. জোবাইদা রহমানের (Dr. Zubaida Rahman) নামে ভুয়া পেজের সংখ্যা: ১৫টি
এই ভুয়া পেজগুলোর বিষয়ে বিএনপি’র অবস্থান স্পষ্ট। গত ৫ জুন ২০২৫, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ (Ruhul Kabir Rizvi Ahmed) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, "ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের কোনো ফেসবুক আইডি নেই।" অর্থাৎ, এই দুই ব্যক্তিত্বের নামে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলমান সকল অ্যাকাউন্টই ফেক বা ভুয়া পেজ।
আরও পড়ুন:
জায়মা রহমানের নামে ছদ্মবেশে সক্রিয় ভুয়া ফেসবুক পেজ!
এক: Zaima Rahman নামে পরিচালিত একটি পেজের ফলোয়ার সংখ্যা ২ লাখ ৯২ হাজার, যা ভুয়া পেজগুলোর মধ্যে সর্বোচ্চ। পেজটি ২৩ এপ্রিল ২০১৮ সালে তৈরি করা এবং এটি বাংলাদেশ থেকে পরিচালিত হয়। এখানে নিয়মিত বিএনপির প্রচার সংক্রান্ত পোস্ট করা হয়ে থাকে। বিপুল সংখ্যক ফলোয়ার থাকায় এই পেজটির মাধ্যমে দ্রুত ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
দুই: আরেকটি ভুয়া পেজের ফলোয়ার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার, যা এই পেজগুলোর মধ্যে সবচেয়ে চতুরতার আশ্রয় নিয়েছে। ১৮ অক্টোবর ২০১৪ সালে তৈরি হওয়া এই পেজটি এ পর্যন্ত ৭ বার নাম পরিবর্তন করেছে। এই পেজের যাত্রা শুরু হয়েছিল ‘জাতীয়তাবাদী ছাত্রদল তৃনমূল’ নামে। এরপর এটি ২০২১ সালে ‘বিএনপি সংবাদ’, ২০২২ সালে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ নামে পরিবর্তিত হয়। সবশেষে ২০২৩ সালে ৫ বার নাম পরিবর্তন করে পেজটি বর্তমানে Zaima Rahman নামে সক্রিয় রয়েছে।
তিন: তুলনামূলকভাবে নতুন একটি ভুয়া পেজের ফলোয়ার সংখ্যা ২৭ হাজার। পেজটি তৈরি করা হয়েছে ২৩ নভেম্বর, ২০২৫ তারিখে। পেজটি খোলার মূল কারণ ছিল, ওই তারিখেই জায়মা রহমান প্রথমবারের মতো লাইভে রাজনৈতিক আলোচনায় বক্তব্য রাখেন।
চার: অন্য একটি পেজের ফলোয়ার সংখ্যা ১০ হাজার। এটিও ২৩ এপ্রিল ২০১৮ সালে তৈরি করা, যা ২ লাখ ৯২ হাজার ফলোয়ারের পেজটির সঙ্গে একই সময়ে তৈরি। এটিও বাংলাদেশ থেকে পরিচালিত এবং নিয়মিত বিএনপির প্রচারণার পোস্ট করে থাকে।
আরও পড়ুন:
ডা. জোবাইদা রহমানের নামে ১২ বছর ধরে সক্রিয় ভুয়া পেজ!
এক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান (Dr. Zubaida Rahman)-এর নামে পরিচালিত ভুয়া পেজগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে। ৮২ হাজার ফলোয়ার বিশিষ্ট এই পেজটি তৈরি করা হয়েছিল বহু আগে, ৩ মার্চ ২০১২ সালে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই পেজটি সচল রয়েছে এবং এটি বাংলাদেশ থেকে তিনজন ব্যক্তি মিলে পরিচালনা করে থাকে।
দুই: আরেকটি ভুয়া পেজের নাম পরিবর্তনের ইতিহাস বিশেষভাবে নজর কেড়েছে। ২১ হাজার ফলোয়ার বিশিষ্ট এই পেজটি তৈরি করা হয় ২১ সেপ্টেম্বর ২০২৩ সালে। এই পেজটির প্রথম নাম ছিল ‘Prity Actress’ (প্রীতি অভিনেত্রী)। সাধারণ বিনোদনমূলক একটি পেজ থেকে নাম পরিবর্তন করে ডা. জুবাইদা রহমান রাখা হয়েছে। এটিও বাংলাদেশ থেকে ৩ জন মিলে পরিচালনা করে এবং বর্তমানে এখানে বিএনপির পক্ষে প্রচার চালানো হয়।
তিন: ৩৬ হাজার ফলোয়ার বিশিষ্ট এই পেজটি তুলনামূলকভাবে নতুন। এটি তৈরি করা হয় ৩ আগস্ট ২০২৩ সালে। এটিও বাংলাদেশ থেকে পরিচালিত হয় এবং জিয়া পরিবার নিয়ে নিয়মিত পোস্ট করে। এই পেজটি প্রথমে ‘ড: জুবাইদা রহমান’ নামে খোলা হয়েছিল, যা পরে পরিবর্তন করে ‘ডাঃ জুবাইদা রহমান’ রাখা হয়। বানানে সামান্য পরিবর্তন এনে এটিকে আরও বেশি অফিসিয়াল বলে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
পেজগুলোর ট্রান্সপারেন্সি চেক করে দেখা যায়, সবগুলোই বাংলাদেশ থেকে পরিচালিত, যেখানে ডা. জোবাইদা রহমান ও জায়মা রহমান লন্ডনে অবস্থান করছেন। এই পেজগুলো ভুয়া এবং এদের কন্টেন্ট যাচাই না করে বিশ্বাস করা বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য জনসচেতনতা অত্যন্ত জরুরি।
যদিও বিএনপি সূত্র নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল অ্যাকাউন্ট নেই, তবে তারা ইঙ্গিত দিয়েছে যে জায়মা রহমানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Zaima Rahman official social media account) হয়তো শিগগিরই আসতে পারে। ততক্ষণ পর্যন্ত, সোশ্যাল মিডিয়ায় জিয়া পরিবারের কোনো খবর দেখলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান রইল।





