আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গতদিনের তুলনায় কমেছে বাতাসে আদ্রতার পরিমাণ। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।
আরও পড়ুন:
আবহাওয়া সিনপটিক অবস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন, তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। আজ সকাল ৬টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্র উপকূলে ১২ দশমিক ৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮০ দশমিক ৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে।
এটি আরও দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয় দুর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আর আগামীকাল (বুধবার, ৩ ডিসেম্বর) সূর্যোদয় ভোর ৬টা ২৬ মিনিটে।





