দুই নগর প্রতিপক্ষ চেলসি এবং আর্সেনাল ম্যাচে উত্তাপ ছড়িয়েছিল শুরু থেকেই। প্রথমার্ধে গোল না হলেও ছিল ৫ হলুদ কার্ড এবং ১ লাল কার্ড। বিরতির পর ৪৮ মিনিটে ট্রেভর শালোবাহ এগিয়ে দেন চেলসি। কিন্তু ঠিক ১১ মিনিট পরেই সমতায় ফেরে আর্সেনাল। বুকায়ো সাকার অ্যাসিস্টে গোল করেন মিকেল মেরিনো। আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
আরও পড়ুন:
ওয়েস্ট হামের মাঠে প্রথমার্ধে একাধিক সুযোগ পায় লিভারপুল। যদিও সেটা কাজে লাগাতে পারেনি আর্নে স্লটের দল। ডেডলক ভাঙতে অলরেডদের সময় লেগেছে ৬০ মিনিট পর্যন্ত। কোডি গাকপোর অ্যাসিস্টে লিভারপুলের জার্সিতে নিজের প্রথম গোল পেয়ে যান আলেকসান্দার ইসাক। ইনজুরি টাইমে গাকপো নিজেই নাম তোলেন স্কোরশিটে।
তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাতেতার পেনাল্টিতে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে তারা। দ্বিতীয়ার্ধে জশুয়া জির্কজে আর ম্যাসন মাউন্টের গোলে জয় নিশ্চিত করে রেড ডেভিলরা।





