সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই

প্রয়াত সাংবাদিক ইব্রাহিম আজাদ
প্রয়াত সাংবাদিক ইব্রাহিম আজাদ | ছবি: এখন টিভি
0

সিনিয়র সাংবাদিক ইব্রাহিম আজাদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি তিনি গ্রুপ অব কোম্পানিজের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি এখন টিভিতে কনসাল্টিং এডিটর; একুশে টেলিভিশন (ইটিভি), দীপ্ত টিভি, ও নিউজ২৪-এ বার্তা প্রধান হিসেবে কাজ করেছেন।

১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে প্ল্যানিং এডিটর হিসেবে যোগ দিয়ে সম্প্রচার সাংবাদিকতা শুরু করেন ইব্রাহিম আজাদ।

এরপর মাঝে ইটিভি বন্ধ হয়ে যাওয়ায় একই পদে এটিএন বাংলায় যোগ দেন তিনি। পরবর্তীতে সেখানে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন মাত্রায় সম্প্রচার শুরু করলে ফের ইটিভিতে বার্তা সম্পাদক পদে ফেরেন তিনি। পরে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম আজাদ।

পেশাজীবী হিসেবে ইব্রাহিম আজাদ কর্মজীবন শুরু করেন প্রিন্ট মিডিয়ায়। ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করা এ সংবাদকর্মী প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম হাটহাজারী।

এএইচ