খালেদা জিয়া গণতন্ত্রের প্রবর্তন না করলে নির্বাচনের সুযোগ আসতো না: মির্জা আব্বাস

মির্জা আব্বাস
মির্জা আব্বাস | ছবি: এখন টিভি
1

খালেদা জিয়া যদি গণতন্ত্রের প্রবর্তন না করতেন তাহলে আজকে নির্বাচনের এ সুযোগ আসতো না। জাতির এ সময়ে খালেদা জিয়াকে খুব দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ (রবিবার, ৩০ নভেম্বর) বিকেলে পল্টনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য আয়োজিত দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, এ সময় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া সুস্থ না হলে জাতি সংকটে পরবে।’

এ সময় মির্জা আব্বাস জামায়াতের সমালোচনা করে বলেন, ‘ধর্মের নামে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।’

আরও পড়ুন:

চক্রান্তের আভাস পাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘রাক্ষসদের থেকে এ দেশকে মুক্ত করার সময় এসেছে। জেলখানায় খালেদা জিয়াকে অপচিকিৎসা দেয়া হয়েছে বলে আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।’

অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এমন আলেম সমাজ আমরা দেখতে পাচ্ছি যারা ইসলামকে, দেশকে ধ্বংস করতে নেমেছে। বিএনপি এক এগারো, এরপর স্বৈরাচার মোকাবিলা করেছে সামনে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে হবে।’

এফএস