মানিকগঞ্জে গ্রামবাসীর ফাঁদে আটকে প্রাণ গেলো মেছোবাঘের

মেছোবাঘের ছবি
মেছোবাঘের ছবি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর মারা গেছে একটি মেছোবাঘ। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদিনগর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে বের হলে মেছোবাঘটি ফাঁদে আটকে পড়ে। পরে গ্রামবাসী এটিকে আটক করে রাখে। কিছুক্ষণ পর আটক অবস্থাতেই প্রাণীটির মৃত্যু হয়। তাদের দাবি, এলাকায় এরকম আরও মেছোবাঘ দেখা যায়।

সরফদিনগর গ্রামের মো. জাকির হোসেন বলেন, ‘সকালে বাড়ির পাশে বের হয়ে দেখি একটি মেছোবাঘ হাঁটছে। পরে আমরা মাছ ধরার পলো দিয়ে ধরার কিছুক্ষণ পরই এটি মারা যায়।’

আরও পড়ুন:

ঘটনার খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত মেছোবাঘটি উদ্ধার করেন। উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা লোক পাঠিয়েছি। যেহেতু মেছোবাঘটি মারা গেছে, তাই মৃত্যুর সঠিক কারণ জানতে কিছু নমুনা সংগ্রহ করা হবে। এরপর নিয়ম অনুসারে এটিকে মাটিতে পুতে রাখা হবে।’

এসএইচ