মানিকগঞ্জে জাকির হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা এলাকায় জাকির হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। আজ (শুক্রবারম, ২৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।

গ্রেপ্তাররা হলেন—সিংগাইরের চর চান্দহর গ্রামের সিরাজের ছেলে সানোয়ার ওরফে সানু (৪০) এবং কেরানীগঞ্জ মডেল থানার ইটাভাড়া ইউনিয়নের মালকিহাটি গ্রামের মঙ্গলের ছেলে আরিফ (৪০)।

পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে চান্দহর ইউনিয়নের চরচামটা আনন্দবাজার এলাকার অদূরে নুরুল ইসলামের বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সকালে নিহতের স্ত্রী মরদেহ শনাক্ত করেন। পরে ২৭ নভেম্বর নিহতের স্ত্রী সানোয়ারা বেগম তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন।

আরও পড়ুন:

মামলা হওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

ওসি তৌফিক আজম বলেন, ‘মাদক ব্যবসা কেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত জাকিরের সঙ্গে সানু ও আরিফসহ চক্রটির মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়। গ্রেপ্তার হওয়া সানুর বিরুদ্ধে ৫টি এবং আরিফের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।’

এছাড়া নিহত জাকিরের বিরুদ্ধেও চারটি মাদক মামলা ছিল বলে জানায় পুলিশ।

এসএইচ