শীতকাল শুরু হতে আরও সপ্তাহ তিনেক বাকি। তবে বাজারে শীতের সবজির সরবরাহ ইতোমধ্যেই বেড়েছে। ফলে দামও কিছুটা কমছে প্রায় প্রতিটি সবজির।
রাজধানীর অন্যতম প্রধান কাঁচাবাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি আকারভেদে ৪০ থেকে ৬০ টাকা পিস বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে যা ১০ থেকে ১৫ টাকা কম। বড় আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়া মূলা ৩০, গাজর ৪০, আলু ২০, মরিচ ৮০, কাঁচা টমেটো ৪০ এবং মটরশুঁটি ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বর্তমানে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিলো ৯০ থেকে ১০০ টাকা বলে জানিয়েছেন বিক্রেতারা।
আরও পড়ুন:
ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ ১০৫ টাকা পাইকারি দামে চলছে। আমরা পেঁয়াজ বিক্রি করছি ১১০ টাকায়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কম রয়েছে। বাজারে সবজির সরবারহও ভালো রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে, পেঁয়াজ ছাড়া মোটামুটি অন্যান্য শীতকালীন সব সবজির দাম কমতে শুরু করায় স্বস্তিতে ক্রেতারা।
ক্রেতারা জানান, এখন সবজির দাম কমের মধ্যেই আছে। কাঁচামরিচের দাম ৬০ টাকার মধ্যে রয়েছে। করলা, মূলা, গাজরের দাম মোটামুটি সীমিত আছে। তবে শীত হিসেবে যতটুকু কমার কথা ততটুকু কমেনি বলে জানান ক্রেতারা।
সবজির মতো প্রায় একই চিত্র কারওয়ান বাজারের মাছের বাজারে। কমেছে প্রায় সব ধরনের মাছের দাম। ইলিশসহ অন্যান্য মাছর দাম কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।





