সিলেটের বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা যায়, শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে, গোয়ালগাদ্দা জাতের বিশেষ ধরনের শিম বিক্রি হচ্ছে খুচরা ২২০ থেকে ২৪০ টাকা পর্যন্ত।
এদিকে, টমেটো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে, যা খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে। এদিকে, ফুলকপি পাইকারি বাজারেই ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা খুচরা বাজারে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন:
দাম কমেনি বাঁধাকপির ও। পাইকারি বাজারে ৫০ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি, যা খুচরা বাজারে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মুলা পাইকারি বাজারে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে ৭০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।
এছাড়াও আলুর দাম ও বাজারে অনেকটা চড়া পাইকারি বাজারে ২৫ টাকায় বিক্রি করা হলেও খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
এছাড়াও বেগুন, বরবটি, ঝিঙ্গা, ধনেপাতা, শসাসহ কোনোপ্রকার সবজির দামই কমেনি সপ্তাহ ব্যবধানে।
শীত অনেকটা জেঁকে বসলেও এখনো সবজির দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন বাজারে সিন্ডিকেট রয়েছে, সেগুলোর ব্যাপারে সরকারের বাজার মনিটরিং এর অভাব থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়াচ্ছেন।
তবে, বিক্রেতারা বলছেন, পরিবহন খাতে খরচ বেড়ে যাওয়া, লোকাল সবজির উৎপাদন কম হওয়া সহ নানা কারণে দাম বেড়েছে সবজির।





