বিপিএল আয়োজনে একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছে বিসিবি!

বিপিএলের লোগো
বিপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

আসন্ন বিপিএল আয়োজনে একের পর এক সমালোচনার জন্ম দিয়েই যাচ্ছে বিসিবি। সবশেষ সেই তালিকায় যুক্ত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। তিন দফা প্লেয়ার্স ড্রাফটের তারিখ পেছানোর পর এবার ক্রিকেটারদের তালিকা নিয়েও টালবাহানা ক্রিকেট বোর্ডের।

বিপিএল ড্রাফটের প্লেয়ার লিস্ট নিয়ে নতুন কাণ্ড! বৃহস্পতিবার আসন্ন বিপিএলের জন্য ১৬৬ ক্রিকেটারের তালিকা প্রকাশ করে বিসিবি। কিন্তু ক্রিকেটার বাছাই, ক্যাটাগরি সিলেকশন, দলের সংখ্যা নির্ধারণ নিয়ে বিতর্কের পর এবার প্লেয়ার্স ড্রাফটের তালিকা নিয়েও প্রশ্নের মুখে বিসিবি।

এখন টিভির বিশ্বস্ত সূত্রের খবর ক্রিকেটারদের প্রকাশিত এই তালিকা কেবলই খসড়া মাত্র। খুব শীঘ্রই নাকি অকশনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অথচ দুদিন পরে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ড্রাফট! সূত্রের খবর ফ্র‍্যাঞ্চাইজিগুলোকে ন্যূনতম ধারণা দেয়ার জন্যই তড়িঘড়ি করে ড্রাফট তালিকা দেয়া হয়েছে। প্রশ্ন হলো চূড়ান্ত তালিকা তাহলে কবে দেবে বিসিবি। আর ফ্র‍্যাঞ্চাইজিরাই বা অকশনের জন্য কিভাবে প্রস্তুতি নেবে?

আরও পড়ুন:

প্রকাশিত তালিকায় সামিত প্যাটেল,পীয়ুষ চাওলা, রবি বোপারাদের মত বহু আগে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার থাকলেও নেই রুবেল হোসেনের নাম। তালিকায় নেই অনেক সম্ভাবনাময় তরুণরাও। তাদের মধ্যেই একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবাক হয়ে জানান ড্রাফটে নাম না থাকার বিষয়টি তিনি জানেনই না। এরপর বিসিবির সাথে যোগাযোগ করলে বিসিবি থেকে তাকে আশ্বস্ত করা হয়। যার অর্থ দাঁড়ায় সমালোচনার চাপে আবারো সংশোধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে পারে বিসিবি।

অল্প সময়ের মধ্যে বিপিএল আয়োজন নিয়ে শুরু থেকেই ফ্র‍্যাঞ্চাইজি মালিকানা, জামানতের টাকা জমা দেয়া নিয়ে গড়িমসি ও আর্থিক টানপোড়েন ছিলো। তার উপর পাঁচ দল থেকে অনেকটা আকস্মিক ভাবেই ষষ্ঠ দলের ঘোষণা। সম্প্রচার প্রতিষ্ঠান পরিবর্তনের মতো ঘটনায় মাঠে গড়ানোর আগেই বিতর্কের জন্য দিচ্ছে। ক্রমেই স্পষ্ট হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব।

সেজু