জামায়াতের ঘাটি ভেঙে ধানের শীষের ঘাঁটি হবে সাতক্ষীরা: আব্দুর রউফ

নির্বাচনি জনসভায় আব্দুর রউফ
নির্বাচনি জনসভায় আব্দুর রউফ | ছবি: এখন টিভি
1

জামায়াতের ঘাটি ভেঙে সাতক্ষীরা সদর ধানের শীষের ঘাঁটি হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর–দেবহাটা) বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সদরে নির্বাচনি জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রউফ বলেন, ‘দলের প্রতি ভালোবাসা থাকলে দ্বিধা, দ্বন্দ্ব ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ধানের শীষের বিজয় কেউ ধরে রাখতে পারবে না।’

আরও পড়ুন:

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব ও জজ কোর্টের জিপি অসীম কুমার মণ্ডলসহ অন্যান্য নেতারা।

এসএস