অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসিপাসের ফাউন্ডার ও হেড অব বিজনেস স্কিলা ওয়েই, হেড অব ডিজাইন লাস ইয়ুসহ ব্রাইট ইন্টারন্যাশনালের ফাউন্ডার হুরে জান্নাত, সিইও আব্দুল খালেক ও হেড অব বিজনেস মো. মনিরুজ্জামান।
ওসিপাসের ফাউন্ডার ও হেড অব বিজনেস স্কিলা ওয়েই বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য শুধু একটি বাজার নয়, এটি ভবিষ্যতের একটি বড় সম্ভাবনা। ব্যবহারকারীর বাস্তব চাহিদা অনুযায়ী প্রোডাক্ট উন্নয়ন করাই তাদের মূল লক্ষ্য এবং ব্রাইট ইন্টারন্যাশনালের সহযোগিতা এ যাত্রাকে আরও মজবুত করেছে।’
আরও পড়ুন:
ওসিপাসের হেড অব ডিজাইন লাস ইয়ু জানান, ওসিপাসের প্রতিটি প্রোডাক্ট ডিজাইন করা হয় কার্যকারিতা, নির্ভরযোগ্যতা, এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বকে মাথায় রেখে। ভবিষ্যতে বাংলাদেশি গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আরও লোকালাইজড সমাধান আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
চীনের ওসিপাস ২০২৪ সাল থেকে বাজারে ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে। একই বছরের শেষদিকে ব্র্যান্ডটি তার পণ্য সমগ্র এশিয়ায় বাজারজাত করা শুরু করে। তারই ধারাবাহিকতায় এবার তাদের বাংলাদেশে যাত্রা শুরু হলো।
দেশের বাজারে ওসিপাস তাদের পাওয়ার সাপ্লাই, লিকুইড ও এয়ার কুলার, ফ্যান, কেসিংয়ের মতো কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে এসেছে। আগামী ডিসেম্বরের ৩ তারিখ থেকে দেশের বাজারে পাওয়া যাবে ওসিপাসের পণ্য।





