পিকাবুতে আসছে বছরের সেরা ফ্ল্যাগশিপ ইভেন্ট, ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন!

পিকাবুর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন!
পিকাবুর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন! | ছবি: সংগৃহীত
1

বিশ্বজুড়ে সবচেয়ে বড় মেগা সেল ইভেন্টগুলোর মধ্যে ব্ল্যাক ফ্রাইডে শীর্ষ স্থানে রয়েছে। সাধারণত, বছরের এ সময়ে আগে থেকেই মানুষ প্ল্যান করে বেস্ট অফারে প্রয়োজনীয় সব শপিং শেষ করার জন্যে। এবারের ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনে ইলেকট্রনিক্স, স্মার্টফোন, গ্যাজেট, ও লাইফস্টাইল প্রোডাক্টে বেস্ট প্রাইস ডিল দিচ্ছে।

এ মাসেই প্রথম ১১.১১ সেল সফলতার সঙ্গে শেষ করে দ্বিতীয় মেগা ক্যাম্পেইন ব্ল্যাক ফ্রাইডে নিয়ে আসছে পিকাবু! অন্য মেগা সেল থেকে ভিন্নতা কোথায় এ ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনে? পিকাবু বাজারে সবচেয়ে সেরা দাম নিশ্চিত করার পাশাপাশি ৮৫% পর্যন্ত ছারে প্রোডাক্ট দিচ্ছে কাস্টমারদের জন্যে। এছাড়াও স্পেশাল অফার যেমন ফ্রি ডেলিভারি, মেগা প্রাইস ড্রপ ডিল, কম্বো অফার, ৳২৫ প্রোডাক্ট, ভিসা/মাস্টারকার্ড পেমেন্টে এক্সট্রা ১০% ছাড়, বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক, ফ্ল্যাশ সেল-সহ আরও অনেক কিছু!

বাংলাদেশের মানুষদের অতুলনীয় অনলাইন শপিং এক্সপেরিয়েন্স দিতে পিকাবু ওয়েবসাইটে লিস্টেড সকল প্রোডাক্টেই ওয়ারেন্টি নিশ্চিত করে। পাশাপাশি, স্ট্রিক্ট স্ট্যান্ডার্ডে ইন-হাউস কোয়ালিটি চেক হয় সকল প্রোডাক্টে, সহজ ইএমআই সুবিধা দেয়, ঝামেলাহীন রিটার্ন, রিফান্ড ও রিপ্লেসমেন্ট পলিসি আছে। গ্রাহকদের অনলাইনে শপিং অভিজ্ঞতা সহজ, দ্রুত, ও সুন্দর করার লক্ষে পিকাবুর ইন হাউস একটি স্ট্রং কাস্টমার সাপোর্ট টিম অনবরত কাজ করে যায়।

পিকাবুর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘প্রথমবারের মতো এ বছরে ১১.১১ বিগ সেল ক্যাম্পেইন করার পরেই আমরা বুঝতে পারি গ্রাহকরা অধীর আগ্রহে থাকে এ মেগা ক্যাম্পেইনগুলোর জন্যে। অর্ডার নাম্বার থেকে শুরু করে অর্ডার ভ্যালু সবকিছুই আমাদের প্রত্যাশা থেকে ছিল কয়েকগুণ বেশি।

তিনি বলেন, ‘এ ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনে আমরা প্রস্তুত গ্রাহকদের জন্যে বাজারে সবচেয়ে সেরা দামে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেয়ার জন্যে।’

পিকাবুর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন লাইভ হচ্ছে ২৭ নভেম্বর রাত ৮টায়। ক্যালেন্ডার মার্ক করে রাখুন এবং প্রস্তুত থাকুন আপনার সেরা অনলাইন শপিং এক্সপেরিয়েন্স-এর জন্যে!

এসএস