আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘৫ আগস্টে খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তি আত্মশক্তিতে অনেক বেশি বলীয়ান হয়েছে এবং তারা নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কাজ করছে। কিন্তু এ দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিস্টদের ভয়ঙ্কর নীলনকশায়, চক্রান্তে, ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে। তাকে চিকিৎসা দেয়া হয়নি, সুচিকিৎসা দেয়া হয়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য কোনো ধরনের সুযোগ দেয়া হয়নি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল (শুক্রবার, ২৮ নভেম্বর) সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।’
এসময় দলের পক্ষ থেকে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের এ আয়োজন সফল করার আহ্বানও জানান তিনি।





