২০১৯ থেকে ২০২৫ টানা ৫ আসর বিপিএলের সঙ্গী ছিল খুলনা টাইগার্স। লম্বা সময়ে সুনাম সঙ্গী হলেও শেষ আসরে নামের পাশে যুক্ত হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়ার দুর্নাম। হেড কোচ তালহা জুবায়ের নিজেই জানিয়েছেন সেই তথ্য।
দুই অজি ক্রিকেটার অ্যালেক্স রস এবং উইলিয়াম বোসিস্টোর সঙ্গে পারিশ্রমিক না পাওয়ার তালিকায় আছেন দেশি পেসার মুশফিক হাসানও। কিন্তু ঠিক কেন ৪ ম্যাচ খেলা মুশফিক পাননি পারিশ্রমিক?
খুলনা টাইগার্সের ফ্র্যাঞ্চাইজির মালিক ইকবাল আল মাহমুদ বলেন, ‘মুশফিক আমাদের ড্রাফট থেকে পিক করা কোনো প্লেয়ার না। ডিরেক্ট সাইনিং কোনো প্লেয়ার না। তার সঙ্গে আমাদের অফিসিয়াল কোনো কন্টাক্ট নেই। টুর্নামেন্টের শেষের দিকে জয়েন করে কয়েকটা ম্যাচ আমাদের সঙ্গে খেলেছে। আমার জানা ছিল না তার পেমেন্ট ইস্যু নিয়ে। আমরা দেখবো বলেছি। কিন্তু পরে এটা নিয়ে আগানো হয়নি।’
আরও পড়ুন:
আর দুই অজি ক্রিকেটার বোসিস্টো এবং রসের বেতন ইস্যুতে খুলনা টাইগার্সের স্বত্বাধিকারী বল ঠেললেন বিসিবির দিকে। সঙ্গে জানালেন আগামী ক'দিনের মাঝেই এর সমাধান হবে।
ইকবাল আল মাহমুদ বলেন, ‘বোসিস্টো এবং রসের টাকা ক্রিকেট বোর্ডের কাছে দেয়া আছে। গত বছর আমরা টিকিটিং থেকে ও থার্ড পজিশনের কারণে কিছু রেভিনিউ শেয়ারিং পায়। সেখান থেকে ক্রিকেট বোর্ড ডিরেক্ট প্লেয়ারদেরকে দিয়ে দেবে এমন স্টেটমেন্ট তাদের কাছে দেয়া আছে।’
ক্রিকেটারদের বিশেষ করে বিদেশিদের পারিশ্রমিক জটিলতায় মান ক্ষুণ্ন হয় দেশের ক্রিকেট বোর্ডেরই। তাই এ ধরনের সমস্যা সমাধানে কতখানি তৎপর বিসিবি? উত্তর জানতে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।





