ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: এখন টিভি
0

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য নির্দিষ্ট পরিমাণ ভাতার ব্যবস্থা করবে বিএনপি—এমনটা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ২৩ নভেম্বর) চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম ও খতিব সম্মেলনে একথা জানান তিনি।

তিনি বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়নে রয়েছেন, তাদের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ সম্মানি বা ভাতা দেবার পরিকল্পনা বিএনপির রয়েছে।’

এসময় আগামী নির্বাচনে ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ সকল আলেমের সমর্থন চেয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি সব সময় ইসলামবিরোধী সকল অপতৎপরতার বিষয়ে সোচ্চার।’

আরও পড়ুন:

এছাড়াও, দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘ইসলামে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে, ইসলামের বিধি-বিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির কারণ না হয়; সে বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় উলামায়ে শায়খগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। ইসলামি মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটা রাষ্ট্র বা সমাজের পক্ষে যে রাষ্ট্র বা সমাজে মুসলমানগণ নিঃসংকোচে কোরআন, সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করতে পারবে।’

লাখ লাখ ইমাম খতিবদের বাইরে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি দেশ পরিচালনায় গেলে ইমাম খতিবদের ন্যায্য দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন।

ইএ