গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশ ভালো দিকে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (রোববার, ২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ড্যাব আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ‘বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে এবং সাংঘর্ষিক রাজনীতি চায় না দলটি।’

আরও পড়ুন:

তার দাবি, দেশে বর্তমানে কোনো স্বৈরাচার নেই, তবে মবোক্রেসি চলছে, যা গণতন্ত্র নয়। বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামাকেও তিনি গণতান্ত্রিক চর্চা নয় বলে উল্লেখ করেন।

এসময় তিনি আরও বলেন, ‘বিএনপি উচ্চাকাঙ্ক্ষী বলেই ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে।’ নতুন বাংলাদেশ গঠনে মেধাভিত্তিক রাজনীতির দিকে এগোতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইএ